Blog

Keep up to date with the latest news

৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি

এই নভেম্বরে ৪১তম বিসিএসের (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনে (পিএসসি)। এ বিসিএস BCS পরীক্ষা হবে সাধারণ। তবে এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ২ হাজার ১৩৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, নভেম্বরের মধ্যে ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আমরা ২ হাজার জনের বেশি বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছি। ৪১তম বিসিএস সাধারণ পরীক্ষা আয়োজন করা হবে। দ্রুত এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসি নির্দেশনা পেয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদাপত্রও তারা হাতে পেয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার চূড়ান্ত অবস্থানে রয়েছে পিএসসি।
সংবাদ সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা